বিনোদন ডেস্ক : শুরুতে অনেক নাম শোনা গেলেও অবশেষে অপু বিশ্বাসকে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে চূড়ান্ত ভাবে ‘আশীর্বাদ’ এর অভিনেত্রী নিশ্চিত করলেন প্রযোজক জেনিফার ফেরদৌস।
এদিকে আরেকটি নতুন ছবিতে অপু বিশ্বাসকে দেখতে পাবেন তার ভক্তরা। জানা গেছে, ডিএ তায়েবের নতুন ছবির নাম ‘দেহ ঘড়ি’। আর এ ছবিতে তার নায়িকা থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইতোমধ্যেই ‘দেহ ঘড়ি’ ছবির ব্যাপারে অপুর সঙ্গে কথাবার্তা চূড়ান্তও হয়েছে।
ডিএ তায়েব বলেন, অপু বিশ্বাসের সঙ্গে সিনেমাটি করার বিষয়ে মৌখিকভাবে কথা হয়েছে। তিনি ছবিতে কাজ করতে আগ্রহী রয়েছেন। আগামি মাস থেকে আমরা শুটিংয়ে যেতে চাই। পরিচালক কে হবেন তাও শিগগিরই চূড়ান্ত করবো
অপু বিশ্বাস বলেন, ‘আমার পছন্দের একজন মানুষ বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান ভাই। কনসেপ্টটা তার, তিনি চাচ্ছিলেন আমি এই ছবিতে কাজ করি।