মোহাম্মদ মুনতাসীর মামুনঃ ১৪ ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে,বিশ্ব ভালোবাসা দিবস।প্রেম-ভালোবাসা চিরন্তন ও শাশ্বত।সেই আদিম গুহাবাসী থেকে শুরু করে আজকের আধুনিক তরুণ-তরুণীর হৃদয়ে উচ্ছাস আবেগে অতি সহজেই ফুটে ওঠে ভালোবাসার লাল গোলাপ।যুগের পরিবর্তনে ভালোবাসার বহিঃপ্রকাশের ক্ষেত্রেও দেখা দিয়েছে পরিবর্তন-পরিবর্ধন।প্রিয়জনকে কাছে পাবার কিংবা মনের কথা বলার একটি বিশেষ দিন ও তারিখ পর্যন্ত নির্দিষ্ট হয়ে গেছে।
নিদ্দিষ্ট হওয়ার কাহিনী : তৃতীয় শতাব্দীতে রাজা ক্লাডিয়াস রোম সম্রাজ্য শাষনকালে রাজা সেনাবাহিনী গড়তে চাইলে জনগন যখন দ্বিমত করলেন তখন তিনি ক্ষিপ্ত হয়ে রাজ্য থেকে প্রেম -ভালোবাসা-বিয়ে নিষিদ্ধ করে দিলেন।এরপর প্রেমিকরা ক্ষিপ্ত হলে তাদের পাশে আসেন সেন্ট ভ্যালেন্টাইন।রাজা তাকে (সেন্ট ভ্যালেন্টাইনকে) কারা বন্দী করে রাখেন।এর দীর্ঘ দিন পর সেন্ট ভ্যালেন্টাইন ১৪ ই ফেব্রুয়ারী কারা বন্দী অবস্থায় মারা যান। এ জন্য পোপ জুলিয়াস ৪৯৬ খ্রিস্টাব্দে ১৪ ই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস চালু করেন।
লেখক : তরুণ সাংবাদিক