সম্প্রতি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাতিল এবং ফিলিস্তিনের গাজা ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়ছে।মঙ্গলবার জাতিসংঘের বিশেষ অধিবেশনে এই বিভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে ফিলিস্তিনি গণহত্যার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব তোলা হয়।
প্রস্তাব নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি ইসরাইলের পক্ষে অবস্থান নেয়া ওই প্রস্তাব ভেস্তে যায়।
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং জেরুজালেম ইস্যুতে ইজরাইলের পক্ষে অবস্থান করায় যুক্তরাষ্ট্র ইউরোপে তার মিত্রদের হারিয়ে ফেলছে।
এভাবে ফলে দীর্ঘদিনের মিত্ররা যুক্তরাষ্ট্রকে ত্যাগ করতে থাকলে যুক্তরাষ্ট্র একসময় বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: এএফপি।