নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা থেকে সহজেই যশোর বিমান বন্দরে পৌঁছাতে মাইক্রোবাস সার্ভিস চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এতে এখন থেকে সহজেই যশোর বিমানবন্দরে পৌঁছাতে পারবেন বিমানে ঢাকাগামী যাত্রীরা।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীসেবার এই বিষয়ে অবহিত করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের খুলনা বিভাগীয় ম্যানেজার সুজন আহমেদ।
তিনি বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা ভারতীয় ভিসা অফিসের সামনে থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরার জন্য একইস্থান থেকে বিকেল ৪.১৫ মিনিটে মাইক্রোবাসটি রওনা হবে যশোরের উদ্দেশ্যে।
এছাড়া ঢাকা থেকে যেসব যাত্রীরা ফিরবেন তারাও মাইক্রোবাসযোগে সাতক্ষীরা ফিরতে পারবেন। এজন্য প্রত্যেক যাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
ব্রিফিংকালে সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, ম্যাপ বাংলাদেশের পরিচালক টিকেট বিক্রেতা মেহেদী হাসান রনি প্রমূখ উপস্থিত ছিলেন।
