যশোর শার্শায় ৯ লক্ষ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

35

মোঃ জাকির হোসেন,শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা থেকে ৯ লাখ হুন্ডির টাকাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার ৫ (পাঁচ)টার সময় শার্শা উপজেলার জেলে পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালি চেকপোস্টের সুবেদার লাল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে হুন্ডির ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।