মোঃ জাকির হোসেন,শার্শা প্রতিনিধি ।। যশোর শার্শা উপজেলার বাগআঁচড়া- গোগা সড়কের রাস্তার উপার থেকে ১ শত৫০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ও চালককে আটক করে বাগআঁচড়া ফাড়ি পুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে উপজেলার বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার উপার থেকে ১শত ৫০ বোতল ফেন্সিডিল বহন কারি পিকআপ ও চালক শেখ সোহাগ হোসেনকে (২৩) আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে বাগআঁচড়া গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে একটি পিকআপ সহ যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে শেখ সোহাগ হোসেনকে (২৩) আটক করা হয়।পরে পিকআপে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।