যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

15
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর থেকে: যশোর মিনি বাস ও বাস মালিক সমিতির নির্বাচনে আলহাজ্ব আলী আকবর সভাপতি ও বাবু অসীম কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেশবপুর স্ট্যাটার অফিসের পক্ষ থেকে নবনির্বাচিত নির্বাহী কমিটির সকল সদস্যকে দোয়া ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন মিনি বাস স্ট্যাটার শওকত আলী, রবিউল ইসলাম, রতন সরকার, শহিদুল ইসলাম, আয়ুব হোসেন, বাস মালিক স্ট্যাটার মোমতাজ হোসেন, মনোয়ার হোসেন।