যশোর বেনাপোলে ৪ জন কাস্টমস কর্মকর্তা আটক

18

মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ৪ ভূয়া কাস্টমস কর্মকর্তা নামধারীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ই মার্চ) রাত সাড়ে ৮ টার সময় এসআই শফি আহমেদ রিয়েল গোপন সংবাদের ভিত্তিতে বোনাপোল পোর্ট থানাধীন স্থল বন্দরের ২ নং গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতার ভূয়া কাস্টমস কর্মকর্তারা হলেন, চাঁদপুর জেলার মৃত রফিকুল ইসলাম এর ছেলে আক্তার ফারুক(৪২),নরসিংদী জেলার মৃত আবুল হাশেম এর ছেলে মিনার মিয়া(৪২),শরীয়তপুর জেলার আব্দুল হামিদ এর ছেলে নজরুল(৪২) ও চাঁদপুর জেলার মোহাম্মদ আলীর ছেলে শফিকুর রহমান(৪০)

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আটক ৪ ভূয়া কাস্টমস কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেন। ওসি সাংবাদিদের আরো বলেন ৪ জন ভূয়া কাস্টম কর্মকর্তা টায়ার অকশন হবে বলে ঢাকার এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসে গোডাউনের শেডে রক্ষিত টায়ার দেখিয়ে ৬০ লক্ষ টাকায় দেনদরবার করে।এক পর্যায়ে ৩০ লক্ষ টাকায় ফাইনাল হয়। ব্যবসায়ীর সন্দেহ হলে পুলিশকে খবর দেন। আগামীকাল গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।