মোঃ জাকির হোসেন,শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌর সভার সামনে থেকে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ রাসেল হোসেন (২৮) নামে এক মাদক বহনকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।গ্রেফতার রাসেল বোয়ালিয়া গ্রামের মশিয়ার রহমান এর ছেলে।
শুক্রবার(৬ ই মার্চ) ৫টার সময় এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রবিউল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পৌর সভার সামনে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ইজিবাইকে রাখা ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান মাদক সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।