যশোরের বেনাপোল সীমান্তের ইব্রাহিম(১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পালাতক রয়েছে সে। স্থানীয় প্রভাবশালীরা ধর্ষণকারীর পক্ষ নিয়ে জোর পূর্বক মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে৷
বিভিন্ন সুত্র থেকে জানা যায় রোববার (২৬আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী শিবনাথপুর বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণকারী ইব্রাহিম বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের প্রতিবেশি আব্দুল হান্নানের ছেলে।
পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য মমিন বলেন,, মেয়েটি তার বাড়ির পাশে খেলা করার সময় তাকে চকলেট দেওয়ার নাম করে প্রতিবেশি ইব্রাহিম তার বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির মুখ চেপে ধর্ষণ করে রক্তাত্ব করে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে শিশুটিকে ফেলে সে কৌশলে পালিয়ে যায়। পরে শিশুর স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা করায়। শিশুটির শারিরীক অবস্থা খুব একটা ভাল নয়। বিষয়টি স্থানীয় প্রভাবশালীদের হুমকির মুখে শিশুটির পরিবার সমঝোতা করতে বাধ্য হচ্ছে বলেও স্থানীয় জনগন আমাদের প্রতিনিধিকে জানান।
এদিকে ভুক্ত্ভোগী শিশুটির বাড়ি গেলে দেখা যায় ঘরে তালা মারা ৷ স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের চাপে তারা বাড়ি ছাড়া হয়ে গোপনে স্থানে মেয়েকে চিকিৎসা করাচ্ছেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, এ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা গ্রহন করবে বলেও তিনি জানান |