আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার কেশবপুরে পল্লী বিদ্যুতের ৩ নং এলাকার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সাংবাদিক মোতাহার হোসাইন ছাতা প্রতীকে – ১০১৬ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিমুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট।
কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং এলাকা গঠিত। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান ছিলেন, বি আর ইবি’র উপ পরিচালক (প্রশাসন) শাহিনউদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশন সদস্য ছিলেন, বিআরইবি’র পরিচালক শেখ নুরনবী জিন্নাহ, সহকারি পরিচালক (অর্থ) ইসমাইল হোসেন, এম এম এস পরিতোষ দাস, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা ও কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসের।
ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং কেন্দ্র পরিদর্শন করেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কে এম কবির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান, সদস্য আবু বক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, মফিজুর রহমান খান। এ দিকে সাংবাদিক মোতাহার হোসাইন পল্লী বিদ্যুতের পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল।