যশোর ইছালী-রায়পুর সড়ক মরন ফাঁদে পরিনত হয়েছে।দেখার কেউ নেই!

77

প্রতিদিন পাল্টি খাচ্ছে ইজি বাইক,অসহায় ভুক্তভোগী যাত্রী সাধারন

মাসুম বিল্লাহ,সদর (যশোর)প্রতিনিধি: যশোর সদরের যশোর-মাগুরা মহাসড়কের মনাহারপুর বাজার সংযোগ সড়ক ইছালী-রায়পুর দীর্ঘ ৮ কিলোমিটার সড়কের বেহাল দশা হয়েছে। ফলে যশোর সদর-বাঘারপাড়া ২ উপজেলার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের চরম অবহেলায় এটি মরন ফাদে পরিনত হয়েছে।দূর্নীতির কালো থাবাই আক্রান্ত সড়কটি কোথাও পিচ কোথাও পাথর উঠে গিয়ে সড়কের মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।বর্ষায় এসব গর্তে পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।ফলে চালকেরা জীবনের ঝুকিনিয়ে গাড়ি চালাচ্ছেন। দেখাগেছে ফুলবাড়ি গ্রামের পুলের পাশে তৈরি হয়েছে বিশাল কয়েকটি গর্ত।এসব গর্তে কৃষকেরা মাটি কেটে গর্ত পুর্ণ করেছে।মুনহারপুর পূর্বপাড়ায় পুলের পাশে বড় গর্ত সৃষ্টি হয়েছে।ইছালী বাইতুস সালাম জামে মসজিদের সামনে গত পাঁচ দিন আগে সাড়ে চারশ মন ধান বোঝায় একটি ট্রাক রাস্তায় চাকা আটকে গিয় বিকল হয়ে পড়েছিল।এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও রাস্তার মেরামততো দুরের কথা সেখানে জোটেনি পুটিং পর্যন্ত ।ইছালীর ঐতিহ্যবাহি বড় ভাঙ্গাড় বক্স কালবার্টের দুই পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে প্রতিনিয়ত ঘটে চলেছে সড়ক দূর্ঘটনা।বিশেষ করে ইজিবাইক ও পাওয়ার বাইক পার্টিখাচ্ছে।যাত্রিসাধারনের চরম দূর্ভগ আর জন যাত্রা ব্যহত হবার পর ইছালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ওই স্থনে পিচের রাস্তায় জুটেছিল মাটির পুটিং। তবে এখন এই পুটিং এর অবস্থা নাজুক। এ স্থান সহ পুরো রাস্তাই পরিনত হয়েছে মরন ফাঁদ। কৃষ্ণনগর বাজার থেকে স্কুল পর্যন্ত বড় বড় গর্ত তৈরি হয়েছে।এখান থেকে একটু এগিয়ে কয়াল খালী গ্রামের মসজীদ থেকে বাঘারপাড়া ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জি: টি এস আয়ুবের বাড়ি পর্যন্ত রাস্তায় বর্ষাকালে যাত্রীদের কাপড় নষ্ট হবার মত অবস্থা।আর একটু এগোলেই আবু হাসান চিড়ার মিল থেকে রায়পুর বাজার পর্যন্ত চোখে পড়বে বিরল দৃশ্য। পিচের রাস্তাই নেই কোন পিচের চিহৃ।একটু বৃষ্টি হলেই জন জীবন ব্যহত হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা প্রশাসন যেন দেখেও দেখেনা। এতদিন মানুষ কষ্ট করে চলাচল করলেও এখন আর চলার মত নেই এরাস্তা দিয়ে।ইছালী রায়পুর সড়ক এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।প্রাই প্রতিদিনই যাত্রিবাহি ইজিবাইক ও মটর সাইকেল নিজে নিজেই পাল্টি খাচ্ছে।দুই উপজেলার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কটির দ্রুত সংস্কর চাই যাত্রী সাধারন সহ এলাকার সকল মানুষ।দ্রুত এ রাস্তার কাজ চাই।এটা এখন এ এলাকার মানুষের প্রাণের দাবি।