জাহিরুল ইসলাম মিলন,শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এমপি শেখ আফিল উদ্দিনকে সন্মাননা দেওয়া হয়।
জাতীয় মৎস্য চাষে পোনা উৎপাদনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ স্বর্ণপদক প্রাপ্ত হওয়ায় শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন (৮৫,যশোর-১ শার্শা) মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব সিরাজুল হক মজ্ঞু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু,উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার মন্ডল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপিত মোঃ সাহিদুল ইসলাম শাহীন, সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম মিলন সহ বিজিবি কর্মকর্তাগন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।