যশোরের শার্শায় বৃক্ষমেলার উদ্বোধন,র‍্যালী ও আলোচনা সভা

12

জাহিরুল ইসলাম মিলন,যশোর: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বিকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বৃক্ষমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

এছাড়া অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান সহ আরো অনেকে

শার্শা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বৃক্ষমেলা চলবে আগামী ৩দিন পর্যন্ত।