যশোরের শার্শায় অবৈধ বালি উত্তোলনে ১ লক্ষ জরিমানা

23

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলার গোগা ও অগ্রভুলোটে অবৈধভাবে বালি তোলার দায়ে মোঃ আব্দুল খালেক (৪০) ও মোঃ জামাল হোসেন(৩৫) নামে দুই ব্যক্তি কে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে শার্শা উপজেলার গোগা ও অগ্রভুলোট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জানা যায়, শার্শা উপজেলার গোগা ও অগ্রভুলোটে ফসলের জমিতে মেশিন দিয়ে বালি উঠানো কাজ করে আসছিলেন। বালি উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে পাশ্ববর্তী আবাদি ফসলি জমি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল সেখানে গিয়ে তাদেরকে জরিমানা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ফসলি জমি থেকে মেশিন দিয়ে মাটি উত্তোলনে আইনত নিষেধাজ্ঞা অমান্য করে বালি উত্তোলন করার দায়ে মোঃ আব্দুল খালেক ও মোঃ জামাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০০৯ এর ৭(২) ধারায় দুই জনকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।