যশোরের বেনাপোলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-৩

15
মাদকের ছোবল,ইয়াবা
মাদকের ছোবল,ইয়াবা
জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি:
যশোর ডিবি পুলিশের একটি টিম বেনাপোল পোর্ট থানা নারায়নপুর এলাকায় পৃথক পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সজিব(২১)পিতা মিন্টু মিয়া গ্রাম ভবারবেড় বেনাপোল,রাসেল (২২)পিতা দাদন মিয়া গ্রাম নারায়নপুর বেনাপোল যশোর ও জহির (২৫)পিতা হেকমত আলী গ্রাম সিদ্দিপাশা খুলনা তাদেরকে আটক করেন।
যশোর ডিবি পুলিশের ওসি জিয়ারুল ইসলাম জানান,গোপন সংবাদে জানতে পারি বেনাপোল পোর্ট থানার নারায়রপুর গ্রামে রাসেলের বাড়িতে মাদক ব্যবসায়ীরা একটি ইয়াবার চালান বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ২টি মামলা করা হয়েছে। মামলা নং ৫৬ এবং ৫৭ তারিখ ২৭/৮/১৮ইং। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই দেলোয়ার হোসেন বিষযটি নিশ্চিত করেছেন।