জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধি:
যশোর শার্শা নাভারনে হাসপাতাল রোড রেল ত্রুসিং ট্রেন- প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার তরিকুল ইসলাম(৩৫)আহত হয়েছে। সংঘর্ষে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে পুকুর পাড়ে পড়ে যায়,এই সময় প্রাইভেট কারে অন্য কোন যাত্রী ছিলো না।
রবিবার সকালের দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ট্রেন নাভারন বাজার- হাসাপাতাল রোড রেল ত্রুসিং এসে পৌছালে তরিকুল প্রাইভেট কার নিয়ে নাভারন বাজার যাওয়া সময় রেল ক্রুসিং পার হওয়া সময় এই দুর্ঘটনা ঘটে।
আহত তরিকুল ইসলাম শার্শা কাশিয়াডাঙ্গা গ্রামেন হরয়ত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে নয়টার পর বেনাপোল থেকে খুলনা গামী আন্তনগর ট্রেনটি হাসপাতাল রোডে পৌছায়,এই সময় প্রাইভেটকার টির ত্রুসিং পার হওয়া সময় ট্রেন প্রাইভেটকার কে ধাক্কা দেয়,ট্রেন এর ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে পুকুর পাড়ে পড়ে যায়,প্রাইভেট কার এর ড্রাইভার আহত হয়।স্থানীয়া তাকে উদ্ধার করে বুরুজ বাগান সরকারী হাসপাতালে চিকিংসার জন্য প্রেরণ করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিংসক ডাঃ নুর ইসলাম বাহার জানার আহত তরিকুল ইসলাম বর্তমানে আশংকামুক্ত ,দুর্ঘটনা তরিকুলের হাতে ও কানে সামান্য আঘাত পেয়ে। বর্তমানে তিনি বুরুজ বাগান সরকারী হাসপাতালে চিকিংসাধীন আছে।