এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি::
সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনেশিয়ান এ্যাসোসিয়েশন তালা থানার শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে বাবলুর রহমান,সভাপতি হিসেবে আছাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে বাপ্পী চ্যাটাজী নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে তালা থানা মোবাইল ফোন টেকনেশিয়ান এ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
জেলা মোবাইল ফোন টেকনেশিয়ান এ্যাসোসিয়েশন সভাপতি মাসুদ রানার সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা বাজার বণিক সমতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর,তালা রিপোর্টাস ক্লাবের সভাপতি বিএম জুলফিকার রায়হান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে বাবলুর রহমান ,সভাপতি হিসেবে আছাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে বাপ্পী চ্যাটাজী নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্টি কমিটি প্রকাশ করা হয়।