মোবাইল দেয়ার কথা বলে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

42
বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ
বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে মোবাইল ফোন দেবে বলে ৪র্থ শ্রেণির এক বাকপ্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে সোনামসজিদ কামালপুর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

আটক রুবেল সোনামসজিদ কামালপুরের খাইরুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাস মৃধা জানান, গত মঙ্গলবার বিকালে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির প্রতিবন্ধী ছাত্রীকে মোবাইল ফোন দেয়ার কথা বলে কামালপুর এলাকার নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে রুবেল।

এর পর বাসায় এসে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে থানায় খবর দিলে বুধবার রাতে রুবেলকে আটক করে পুলিশ।

রাতেই শিশুটির বাবা আইনাল হক বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। আজ ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।