মুসলিম পারিবারিক আইন বাংলায় অনুবাদ হচ্ছে

21
আইনমন্ত্রী আনিসুল হক

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, বর্তমানে দেশের উচ্চ আদালত ও অধীনস্থ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০।

এর মধ্যে বিচারাধীন ফৌজদারি মামলার ২০ লাখ ৪৮ হাজার ৬৭টি। যার মধ্যে আপিল বিভাগে ২০ হাজার ৪৪২ ও হাইকোর্ট বিভাগে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি। আর অধস্তন আদালতে ৩০ লাখ ৩২ হাজার ৬৫২টি মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার জাতীয় সংসদে সৈয়দ আবু হোসেন বাবলা ও এম আবদুল লতিফের পৃথক দুটি প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফৌজদারি বিচার ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকার মামলার জট কমানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সব নাগরিকের বোঝার সুবিধার্থে ‘মুসলিম ফ্যামেলি ল’ অর্ডিন্যান্স, ১৯৮৫’কে বাংলায় অনুবাদ করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন অধিকতর সংশোধনের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।

ক্যাডার সার্ভিসে নিয়োগ : ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৮-৩৬তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২৪ হাজার ৩৯১ জনকে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদে এ তথ্য জানিয়ে বলেন, ৩৭-৪০তম বিসিএসে আরও ১০ হাজার ক্যাডারের শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে। এর বাইরে গত ১০ বছরে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থায় নিয়োগের জন্য ৫৮ হাজার ৩১০টি ছাড়পত্র প্রদান করা হয়েছে। পিএটিসি’র মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রায় ৫০০ জনকে বিভিন্ন দেশে প্রশিক্ষণ করিয়ে আনা হয়েছে।