শ্যামনগর উপজেলার কাশিমাড়ি অাইডিয়াল স্কুল এণ্ড কলেজ পরিদর্শন করেন সাতক্ষীরা- ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
আজ সকাল ১১ টায় তিনি সকল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ভিউকার্ড বিতরণ করেন এবং তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন।
মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করেন এমপি মহোদয়। শিক্ষার্থীরা সঠিক উত্তর দিলে সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি। এরপর প্রচণ্ড গরমে সকলকে পিপাসা মিটাতে মৌসুমি ফল তরমুজ খাওয়ান এমপি জগলুল হায়দার। সকলের সাথে নিজেও তরমুজ খান এমপি।
উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এমপি জগলুল।