অনলাইন ডেস্ক: ইতালির উত্তর অঞ্চল লম্বারদিয়ায় শ্রমিকরা নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে শেষ ফুলটি কবরস্থানে নিয়ে যান। ফুনেরালে এত মানুষের ভিড় এখন প্রবেশই নিষেধ করা হয়েছে। শুধুমাত্র কয়েকটি পরিবার প্রিয়জনের নিকটে থাকতে পারে। ঢালাওভাবে আর কোনও জায়গা নেই।
হৃদয় বিদারক ঘটনা লম্বারদিয়ায় লাশ আর লাশ মর্গেও জায়গা নেই। করোনার আঘাতে ঝড়ে যাচ্ছে কত প্রাণ। মিলান লোম্বার্দিয়ার মর্গে জায়গা নেই হাসপাতাল এবং বিশ্রামাগারে দিনরাত ডাকাডাকি।
সে কারণে কফিনগুলি তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয় এবং কয়েক ঘন্টার মধ্যে তা সরিয়ে নিতে হচ্ছে। আত্মীয়স্বজনরা তাদের প্রিয়জনদের শেষবারের মত বিদায়ের জন্যও তাদের প্রিয়জনের কাছে যেতে পারেন না।
অনেকে আফসোসের সঙ্গে বলছে এমন এক দুর্দশা যা আগে কখনই দেখিনি। ম্যাসিমো সেরাতো মিলানের অন্যতম বৃহত্তম ফুনেরাল সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। তিনি মনে করেন সাম্প্রতিক দিনগুলিতে বিশ্বের পরিবর্তন হয়েছে।