মা দিবসে মায়ের উপর নির্যাতনকারী পুত্রকে নিজে গিয়ে ধরে এনে পুলিশের হাতে তুলে দিলেন জগলুল হায়দার এমপি

18
ষ্টাফ রিপোর্টারঃ অাজ বিশ্ব মা দিবস। অার অাজকের এই বিশেষ দিনে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে নিজ সন্তানের কাছে প্রচুর মার খেয়ে মা ও বাবা এখন হাসপতালে চিকিৎসাধীন।
Mother Day
আহতরা হলেন,জুম্মান গাজীর ছেলে সাবুর আলী (৫৫), ও তার স্ত্রী রাশিদা খাতুন(৫০)। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারা মাত্র প্রাকৃতিক দূর্যোগ সত্ত্বেও গভীর রাতে কাঁঠালবাড়িয়ায় সাবুর অালীর বাড়িতে ছুটে যান সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
মাকে নির্যাতনকারী পুত্র অাব্দুল অালিমকে ধরে সাথে করে নিয়ে এসে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাব্দুল মান্নানের হাতে তুলে দেন জগলুল হায়দার এমপি। এমন নিকৃষ্ট সন্তানকে অাইনের অাওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে থানার ওসিকে জোরালো নির্দেশ দেন এমপি জগলুল।