মালয়েশিয়ায় ফের ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ১৭০

12
মালেশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭০
মালেশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৭০ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৩০০ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আটক করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার অলীর নেতৃত্বে পরিচালিত এ আটক অভিযানে নবগঠিত মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন। এটিই কোনো অবৈধ অভিবাসীবিরোধী অভিযান যেখানে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, আটককৃত অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ্গ করেছে। যেমন- বৈধ নথি না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা।

মহিউদ্দিন আরও জানান, দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের এ অভিযান।