মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজের
উদ্যোগে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে শোক দিবসের কর্মসূচির প্রারম্ভেই ছিল শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ। তারপর কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন এবং শোকাবহ দিনের স্মরণে স্বাস্থ্যবিধি মেনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যক্ষ বেদারুল ইসলামের সভাপতিত্বে অালোচনা সভায় বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ অাল মাহমুদ,সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক বজলুর রশিদ, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক অাশিকুর রহমান, ব্যাবস্থাপনা বিষয়ের প্রভাষক মফিজ উদ্দিনসহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তারা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



