মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
এ উপলক্ষে উপজেলার ০৪ নং মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন নানা আয়োজন হাতে নিয়েছেন।
মুজিববর্ষের আয়োজনকে ঘিরে ১৭ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, অত্র ইউপি পরিষদের সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ ই মার্চ এর ভাষণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা, ৩য় শ্রেণী হইতে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ ই মার্চ এর ভাষণ প্রতিযোগিতা, ২য় হতে ১০ ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় সঙ্গীত ও আযান প্রতিযোগিতা ইত্যাদি।
এব্যাপারে মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং তা সফল করতে যাবতীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি।