মাহবুবুজ্জামান সেতু, মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে এক মৎস চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মান্দার ভারশোঁ ইউপির ছুটিপুর গ্রামে মাছ নিধনের এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মান্দার ব্রজপুর গ্রামের বজলুর রশিদের ছেলে শারিকুল ইসলামসহ একাধিক ব্যক্তির যৌথ মালিকানাধীন একটি পুকুর লিজ নিয়ে বেশকিছুদিন থেকে মাছ চাষ করে আসছিলেন মান্দা- নিয়ামতপুর সীমান্তবর্তী এলাকা রাজাপুর গ্রামের মৃত তঞ্জেব আলীর ছেলে আব্দুর রাজ্জাক।
এমতাবস্থায় শনিবার (২০ ফেব্রæয়ারি ) গভীর রাতে ওই পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তিনি। তিনি জানান, গত প্রায় ৮ মাস পূর্বে মান্দার ব্রজপুর গ্রামের বজলুর রশিদের ছেলে শারিকুল ইসলামসহ একাধিক ব্যক্তির যৌথ মালিকানাধীন ৫৬ শতক জলাশয়ের একটি পুকুর লিজ নিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ শুরু করেন ।
ওই পুকুরে রুই, কাতলা, জাপানি, মৃগেল, সিলভার কার্প, বিগহেড, তিলাপিয়া, বাটাসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন তিনি। তিনি আরো বলেন, রবিবার (২১ ফেব্রæয়ারি ) সকাল ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানার পরে ওই পুকুরে গিয়ে দেখেন মরা মাছগুলো পানির ওপরে ভেসে উঠেছে। জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লুৎফর রহমান বাটলু,দুলাল, আসাদুল ইসলাম, একরামুল হক,ফিরোজ এবং শামসুল ইসলাম,তার এ ক্ষতিসাধন করেছে বলে দাবি করেন।
এ ব্যাপারে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।