মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় চুরি যাওয়া ২২টি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রকি (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত রকি উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের জলিল উদ্দিনের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উপজেলার সতিহাটের মেধামনি টেলিকম নামের একটি দোকানে গত ২৯ মে রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে ২৮ টি মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। ঘটনায় দোকান মালিক শহিদুল ইসলাম অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ওসি আরও জানান, চুরির এ ঘটনাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক ফারুক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি অনুসন্ধান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রকিকে আটক করে। পরে রকির দেওয়া স্বীকারোক্তিতে শ্রীরামপুর গ্রামের হায়দার আলীর বাড়ির ছাদের ওপর থাকা খড়ের গাদা থেকে ২২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ঘটনায় রকিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।