মান্দায় ইউপি চেয়ারম্যানের ব্যাতীক্রমী উদ্যোগে গড়ে উঠেছে শিশু বিনোদন পার্ক

37

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এর ব্যাতিক্রমী উদ্যোগে পরিষদ মাঠে গড়ে উঠেছে শিশু বিনোদন পার্ক। এই পার্কে প্রতিনিয়তই শিশু বাচ্চাদের পিতা-মাতা বিনোদন উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছে। এ যেন গ্রামের মানুষের অভাবনীয় চাওয়া-পাওয়া। ভাঁরশো ইউনিয়নকে মডেল করতে রাস্তা-ঘাট শিক্ষা, স্বাস্থ্য , কৃষি ও সাংস্কৃতির পাশাপাশি পরিষদ মাঠে গড়ে তুলছেন শিশুদের বিনোদন ও উপভোগের জন্য বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধী গাছের সমারোহে পার্কটি তৈরি করা হয়েছে। সরজমিনে জানা গেছে, প্রতিনিয়ত আশেপাশের শিশু ও অবিভাবকরা এসে বিনোদন উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছে।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে কথা হলে তিনি জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার কথা মাথায় রেখে গ্রামীণ অবকাঠামোর সকল সেক্টরে উন্নয়নের পাশাপাশি ইউনিয়নকে মডেল ও ডিজিটাল হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।