মান্দায় আদিবাসী সম্প্রদায়ের জমি সংক্রান্ত বিরোধে আহত ৩

65

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক আদিবাসি সম্প্রদায়ের জমি সংক্রান্ত বিরোধে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন, শুটকা উড়াও, হিরা মুনি এবং সারতী।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি বাজারস্থ আদিবাসি (পশ্চিম) পাড়ায়। এব্যাপারে মান্দা থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন ফল পাচ্ছেন না বলে জানান ভূক্তভোগীরা ।

ভূক্তভোগী,নিপুল রায় এবং বাদল রায় বলেন দেলুয়াবাড়ি মৌজার ৯২৩ দাগের ওয়ারিশ সূত্রে পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তি দখলে নিতে গেলে শ্যামল উড়াও ও অমল উড়াও ও তার লোকজন দিয়ে আমাদের কে মারধর সহ হুমিক প্রদান করেন। এঘটনায় আমাদের তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

অভিযুক্ত শ্যামল উড়াও এবং অমল উড়াও বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে আদালতের রায় অমান্য করে নিপুল রায় এবং বাদল রায় সহ তাদের ভাড়াটিয়া লোকজন গত মঙ্গলবার সকালে আমাদের বাড়িঘর ভাংচুর করে বিবাদমান জায়গা দখল নেয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।