মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার মূলহোতা বেলাল হোসেন ওরফে বিদ্যুতকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিদ্যুৎ উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের আবদুল জলিলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অপহৃত ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল বেলাল হোসেন বিদ্যুৎ। বিষয়টি তার পরিবারকে অবহিত করা হলেও বিদ্যুতের কোনো পরিবর্তন হয়নি।
এ অবস্থায় ওই ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে শনিবার (৫ জুন) সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি বাজারের চৌরাস্তার মোড়ে পৌঁছলে বিদ্যুৎসহ তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে অপহরণ করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে প্রযুক্তির সাহায্যে অপহরণের ১২ ঘন্টার মধ্যে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে ও আসামি বিদ্যুতকে জেলহাজতে পাঠানো হয়েছে।