মান্দার ভাঁরশো উচ্চ বিদ্যালয় ও কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

16
মান্দার ভাঁরশো উচ্চ বিদ্যালয় ও কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভাঁরশো উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলা নববর্ষ,ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে গত শনিবার সন্ধ্যায় এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভাঁরশো উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম এবং ছাত্র-বৃন্দের আয়োজনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয়ের সভাপতি ইমরুল কায়েশ বিপ্লবের সভাপতিত্বে উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স,ম জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, পুলিশ কর্মকর্তা এস আই আশিশ সরকার, এ এস আই মতিউর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস সোবহান,আ’লীগ নেতা চিতলসহ বিদালয়ের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।