মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অটো-সিএনজি ডিলার হারুন-অর- রশিদ সম্রাটকে জনসম্মুখে লাঞ্চিত ও মারপিটের হুমকি প্রদান করে একটি অটো চার্জার গাড়ি জোরপূর্বকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার ভারশোঁ ইউপি সদস্য মোসলেম আলী, তারছেলে বুলবুল, বাঁকাপুর গ্রামের ইউসুফ হাজীর ছেলে ইদ্রিস আলী ও ওসমানের ছেলে রহিদুলসহ আরো অনেকে জোটবদ্ধ হয়ে ডিলার সম্রাটকে অকথ্যভাষায় গালিগালাজ এবং মরিপিটের হুমকি প্রদান করে অটো চার্জার ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার চৌবাড়িয়া বাজারে অবস্থিত তার ডিলার পয়েন্টে।
ভূক্তভোগী সম্রাট জানান, গত ৬ থেকে ৭ মাস পূর্বে কোম্পানীর শর্ত সাপেক্ষে বাঁকাপুর গ্রামের সাইফুল ইসলামের কাছে একটি অটো চার্জার গাড়ি কিস্তিতে বিক্রয় করি। কোম্পানীর নির্ধারিত কিস্তির সময় পেরিয়ে গেলে কোম্পানীর লোকজন তার গাড়িটি আটকিয়ে রাখেন। এরপর গাড়ির টাকা পরিশোধ না করে ক্ষিপ্ত হয়ে উপরোক্ত অভিযুক্ত ব্যাক্তিদের সঙ্গে নিয়ে এসে মারপিটের হুমকি প্রদান করে অটো চার্জার ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় ওই মার্কেট মালিকসহ স্থানীয় লোকজন জমায়েত হতে লাগলে অভিযুক্তরা স্থান ত্যাগ করে চলে যান। ভূক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তার কাছ থেকে ১১ মাসের কিস্তিতে একটি অটো চার্জার গাড়ি ক্রয় করি। কিন্তু সে সময়ের পূর্বেই আমাদের গাড়িটি আটকিয়ে টাকা দাবি করায় এ বাকবিতন্ডার সূত্রপাত। ডিলারের দাবি যে তার গাড়িটি ৬ মাস মেয়াদ উল্লেখ করে গাড়িটি বিক্রয় করা হয়েছে।