মানিকহার দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

312

ডেস্ক নিউজ : তালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মানিকহার দ্বি-মুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে দশটায় মনিরুজ্জামান মনি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নাঈম ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলনা ফজলুর রহমান।বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করে শোনান বিদায়ী শিক্ষার্থী আফিফা সুলতানা।

শিক্ষক মঈনূল আমিন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওঃ ওয়ালিউর রহমান, আব্দুর রউফ, কামরুজ্জামান,মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল, ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, শিক্ষার্থী রোকেয়া খাতুন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি ও বর্তমান অভিভাবক সদস্য নজরুল ইসলাম, মোখলেছুর রহমান, ইসরাইল হোসেন, রাহেলা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান।

উল্লেখ্য এ বছর মাদ্রাসা থেকে ২৩ জন শিক্ষার্থী আসন্ন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।