মানিকগঞ্জ জেলা ও সিংগাইর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন সিংগাইরের কৃতি সন্তান নাসরীন সুলতানা

369
সিংগাইরের কৃতি সন্তান নাসরীন সুলতানা

মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা ও সিংগাইর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক-সিংগাইর তথা মানিকগঞ্জের কৃতি সন্তান নাসরীন সুলতানা। তিনি সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের প্রয়াত এ কে এম নূরুল ইসলাম এবং মনোয়ারা বেগমের প্রথম সন্তান। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের সীকৃতি স্বরুপ তাকে এ সম্মাননা লাভ করেন।

১৮ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে জেলা শহরের মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নাসরীন সুলতানার হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এর আগে একই দিন দুপুরে সিংগাইর উপজেলা শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পদক গ্রহণ করেন নাসরীন সুলতানা।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক প্রচার অভিযানের অংশ হিসেবে এ জয়িতা পুরস্কার পেলেন নাসরীন সুলতানা। গত ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবসে এ পুরস্কারটি গ্রহণ করার কথা থাকলেও অনিবার্য কারণ বশত সে সময়ে তিনি পুরস্কার গ্রহণ করতে পারেননি।

এ সময় দেশের প্রতিটি নারী সম্মান ও আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে এমন প্রত্যাশা ব্যক্ত করে নাসরীন সুলতানা বলেন, “নারী জীবনে চ্যালেঞ্জের শেষ নেই। একজন নারীর জন্য এ সমাজে নিজের পড়াশোনা, কর্মক্ষেত্র ম্যানেজ করা, সন্তান মানুষ করা, লেখালেখি ইত্যাদির সবই চ্যালেঞ্জিং। আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। সামনে এগিয়ে যাচ্ছি, আমার লক্ষ্য জয়ের পথে এগিয়ে চলা। আমি চাই দেশের প্রতিটি নারীই জয়ের প্রতীক হয়ে উঠুক।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাসরীন সুলতানা । তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণী হতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে একমাত্র ফিমেল স্টুডেন্ট হিসেবে স্টার মার্কসসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং এইচএসসি পরীক্ষাতেও প্রথম বিভাগ অর্জন করেন।

পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হয়ে স্নাতকে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে একই বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। এরই মধ্যে তিনি বৃত্তি নিয়ে শিক্ষা ছুটিতে কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রা থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতার পাশাপাশি নাসরীন সুলতানা বিভিন্ন জাতীয় দৈনিকে ও অনলাইন পোর্টালে নিয়মিত লেখালেখি করে চলেছেন। সম্পৃক্ত আছেন বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে। তিনি তাঁর বাবার নামানুসারে আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চালু করেছেন “এ কে এম নূরুল ইসলাম স্মৃতি বৃত্তি”। ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের জননী।