মানিকগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

20
মানিকগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের ১০ ভাগ অর্থ কর্তনের আদেশ বাতিলের দাবিতে গত মঙ্গলবার এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং এই মর্মে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের সরকারী বালক উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠের সামনে জেলার বেসরকারী শিক্ষক-কর্মচারীরা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহসভাপতি শহিদ মোল্লা, অজিত কুমার তরফদার, সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী এবং সংগঠনের সদর উপজেলা কমিটির সভাপতি হুমায়ুন মোল্লা প্রমুখ।

শিক্ষক নেতা মজিবর রহমান বলেন, শিক্ষকদের আর্থিক সংকট নিরসন এবং তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের ১০ ভাগ অর্থ কর্তনের সিদ্ধান্ত বাতিল করা অতিজরুরী। অন্যথায় শিক্ষক-কর্মচারীরা আর্থিক সংকটের সম্মুখীন হবে।