দেবহাটা ব্যুরো : মাদকের ভয়াবহতা নিয়ে ইকবাল মাসুদের লেখা ‘মাদক নির্ভরশীলতার জানা-অজানা কথা’ বইয়ের মোড়ক উন্মাচন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
মাদকের ভয়াবহতা সর্বগ্রাসী রুপ ধারণ করেছে। এখানে প্রতিটি মাদকনির্ভরশীল ব্যক্তিই ভিন্ন প্রকৃতির জটিলতায় আবদ্ধ। তাই মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা রোগীর ধরণ অনুযায়ী ভিন্ন হওয়া একান্ত আবশ্যক। আর এই চিকিৎসার সাথে শুধু মাদকনির্ভরশীল ব্যক্তিই নয়, সম্পৃক্ত থাকতে হয় তার গোটা পরিবার ও সমাজ ব্যবস্থাকে। এমনি এক পরিস্থিতিতে অনেক অজানা বিষয় তাদের সামনে এসে ধরা দেয় যার উত্তর খুঁজে পাওয়া খুবই কঠিন। সিদ্ধান্তহীনতায় কেটে যায় অনেক সময়। সমাজের এমন অদেখা অথচ গুরুত্বপূর্ণ কিছু ঘটনার অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে ‘মাদক নির্ভরশীলতার জানা-অজানা কথা’।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচিত হয়। সাহিত্য প্রকাশ কর্তৃক প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।
সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ শহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য প্রকাশের পরিচালক মোঃ মফিদুল হক।
উল্লেখ্য, এই বইটিতে অভিভাবক ও তাদের সন্তানেরা মাদক নির্ভরশীলতা ও এর চিকিৎসা বিষয়ে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এবং চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনাকারীরাও দক্ষতা সাথে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। বইটি পাওয়া যাবে একুশের বই মেলায় ‘সাহিত্য প্রকাশ’ প্রকাশনীর ১৩৬, ১৩৭,১৩৮ ও ১৩৯ নং স্টলে।