মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

18
bogra-lalsobujerkotha

বগুড়ার শিবগঞ্জে মাদকাসক্ত ছেলে মিজানুর রহমান মন্ডলের (২৮) লাঠির আঘাতে বাবা নিজাম উদ্দিন মন্ডল (৫৫) নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার কানতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশীরা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিবগঞ্জ থানা পুলিশ ও স্বজনরা জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। প্রতিবেশীদের পরামর্শে তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। গত রোববার সে শিকল খুলে ফেলে এবং স্বাভাবিক আচরণ করে।

শুক্রবার সকাল ৭টার দিকে মিজান তার বাবার কাছে মাদক কেনার টাকা দাবি করে। বাবা নিজাম উদ্দিন টাকা দিতে রাজি না হলে মিজান প্রচণ্ড ক্ষুব্ধ হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মিজান লাঠি নিয়ে বাবা নিজামের উপর হামলা করে।

তিনি প্রাণভয়ে দৌড় দিলেও বাড়ির পাশে রাস্তায় পা পিছলে পড়ে যান। তখন ছেলে মিজান তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে মাথা দিয়ে রক্তক্ষরণ হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা নিজামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিজামের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি শাহীদ মাহমুদ খান জানান, মিজানকে আটক করা হয়েছে। দেখে মানে হচ্ছে তিনি পাগল; কোনও কথা বলে না।