মাথায় গামছা বেঁধে পাওয়ার ট্রিলার চালিয়ে নিজের জমি চাষ করলেন এম পি

107

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার মানুষ -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। যেখানেই মানুষের বিপদের কথা শুনেন, সেখানেই ছুটে যান তিনি।

আমন ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে আজ তিনি নিজের জমি চাষ করেছেন পাওয়ার ট্রিলার চালিয়ে। এর আগে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটিতে শ্রমিকদের সঙ্গে মিলে মাটি কেটে বাঁধ নির্মাণ করেছেন জগলুল হায়দার।

শ্রমিক, সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের উদ্বুদ্ধ করতেই পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, পায়ে রাবারের স্যান্ডেল ও মাথায় গামছা বেঁধে পাওয়ার ট্রিলার চালিয়ে নিজের জমি চাষ করলেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাথায় করে মাটি বয়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়।