আজিজুর রহমান , কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে মাইক্রো-প্রাইভেট মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মাইক্রো স্টান্ড প্রাঙ্গনে মাইক্রো প্রাইভেট ড্রাইভার সমিতির সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলকে সভাপতি ও উত্তম কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কেশবপুর মাইক্রো-প্রাইভেট মালিক সমিতির কমিটি গঠন করা হয়।
এদিকে নবগঠিত কমিটির নের্তৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুর মাইক্রো-প্রাইভেট ড্রাইভার সমিতির সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহসভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিঠু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সমিতির সদস্য আব্দুল হাকিম, কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুবলীগ নেতা মেহেদি হাসান প্রমুখ।