মহেশপুরে মুক্তিযোদ্ধা সংসদে ভূয়া মুক্তিযোদ্ধার ঠাই নাই

39

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী বলেছেন,ভূয়া মুক্তিযোদ্ধা বাছাই করে মুক্তিযোদ্ধা সংসদকে ভূয়া মুক্তিযোদ্ধা মুক্ত করা হবে।

দেশ বিরোধী কাজ করে মুক্তিযোদ্ধার লেবেল নিয়ে ঘুরবেন আমরা তা কখনই হতে দেবো না। আমরা আমাদের সংসদে ভূয়া মুক্তিযোদ্ধাদের ঠাই দেবোনা। ভূয়া মুক্ত করবোই সংসদকে।

বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে রোববার(৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযাদ্ধা সংসদে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম,উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল,

পৌর মুক্তিযাদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাধা রমন পাল,ইউনিয়ন কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী প্রমুখ।