মহেশপুরে প্রতিটি পূজা মন্ডপ পরির্দশন ও নগদ অর্থ বিতরণ করলেন নবী নেওয়াজ এমপি

59

সেলিম রেজা মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ধর্ম যারযার উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে।১৬ই অক্টোবর হিন্দু সনাতন ধর্মবালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদসদস্য জনাব নবী নেওয়াজ এমপি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহেশপুর উপজেলার প্রতিটি পূজা মন্দির ঘুরে ঘুরে দেখেন,এবং সরকারি জিআরএর বরাদ্দ নগদ অর্থ,সাড়ী ও ধূতি প্রদান করেন।মহেশপুর-কোটচাঁদপুরে সর্বমোট ৪৫ টি পূজা মন্ডপই তিনি এভাবে পরিদর্শন করেন।রাত্রে নেপা ইউপির ছলেমানপুর,সেজিয়া আদিবাসীপাড়া ও শ্যামকুড় ইউনিয়নের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নচিত্র সকলের মাঝে তুলে ধরে ও নৌকা মার্কায় ভোট চেয়ে এমপি সকল পূজা মন্ডপে মূল্যবান বক্তব্য দেন ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রঞ্জন কুমার মজুমদার,সাধারন সম্পাদক শ্রী প্রবীন সাহা,পৌর আ’লীগের সাধারন সম্পাদক শেখ ইমদাদুল হক বুলু,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জিয়াউর রহমান জিয়া,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর মোল্লা,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,মনস্বরুপপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ,শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান,যুবলীগনেতা আছলাম বেপারী,নেপা ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক আনিসুর রহমান,কৃষকলীগের সভাপতি ইনামুল হক গাজী,আজমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিসহ আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।