সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
গ
ত ২৬ আগষ্ট সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইল বাড়ীয়া গ্রামের কাঠ মিস্ত্রি আব্দুস সালামের স্ত্রী ডালিয়া বেগম (৩২) কে ৬০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে দত্তনগর ফাঁড়ি পুলিশ।
মহেশপুর থানাধীন দত্তনগর পুলিশ ফাঁড়ির এস আই গাজী রবিউল ইসলাম গোপন সংবাদে জানতে পারে সি এন জি গাড়ীতে ডালিয়া নামের এক মহিলা ফেন্সিডিল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিত্বে এস আই গাজী রবিউল ইসলাম সাথে সঙ্গীও সোর্স নিয়ে শ্যামকুড় ইউপির গুড়দাহ বাজার কর্ণফুলি প্রাইভেট হাসপাতালের সামনে রাস্তায় গাড়ী থামিয়ে ডালিয়াকে আটক করে। এসময় তার নিকট থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক কৃত মাল সহ ঐ দিন থানা হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে ডালিয়ার বিরুদ্ধে ২৬ আগষ্ট ইং তারিখে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং – ২৬ ।