মহেশপুরে জুতার ভেতরে সাজিয়ে রাখা ২২ হাজার ডলারসহ পুলিশের হাতে এক পাচারকারী আটক

17

সেলিম রেজা,মহেশপুর,(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ওসি রাশেদুল আলমের বিচক্ষনতায় ২২ হাজার ইউ এস ডলার সহ এক যুবককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,অাজ২১ অক্টোবর ভোরে মহেশপুর থানার ওসি রাসেদুল আলম গোপন সংবাদে জানতে পারে সেজিয়া বাজার থেকে তরিকুল ইসলাম নামের এক পাচারকারী যুবক ইউ এস ডলার নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে থানাধীন ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকবার আলী এবং টু আই সি ইসমাইল হোসেনকে নির্দেশ করেন।ওসির নির্দেশে ক্যাম্প ইনচার্জ এস আই আকবার আলী, এবং এ এস আই ইসমাইল হোসেন সঙ্গিও সোর্স সাথে নিয়ে এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভৈরবা বাজার এলাকা থেকে তরিকুল ইসলাম নামের এক ডলার পাচারকারীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে তাহার পায়ের জুতার ভিতরে সাজিয়ে রাখা ২২ হাজার ইউ ডলার উদ্ধার করে। আটককৃত তরিকুল উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির ভৈরবা গ্রামের মৃত মশিয়ার রহমাের ছেলে।এবিষয়ে ডলার পাচার আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।