মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুটি ঐতিহাসিক বাকপ্রতিবন্ধী দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাকোশপোতা বাজার ফুল ব্যবসাহী সমিতির আয়োজনে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে ৬ নং-নেপা ইডনিয়ন বনাম ৭ নং-কাজীরবেড় ইউনিয়ন এর বাকপ্রতিবন্ধী খেলোয়াড়দের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি জনাব,মোঃ সামছুল হক মৃধা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক বি এম সেলিম রেজা সহ দুটি ইউনিয়নের ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তি বর্গ স্থানিয় জনতা হাজার হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলার মহেশপুর উপজেলায় এই প্রথম বাকপ্রতিবন্ধী খেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। উক্ত খেলায় জয় পরাজয়কে দুটি ছোট বড় খাশি ছাগল উপহার দেওয়া হয়।৩-১গোলে কাজিরবেড়কে পরাজিত করে নেপা ইউনিয়ন জয়লাভ করেন।