সেলিম রেজা, মহেশপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল এমপি মহেশপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সহ (১০৮) ওয়ার্ডের আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।মহেশপুর -কোটচাঁদপুরের সকল জনগণকে সাথে নিয়ে দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এমপি চঞ্চল।
শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় শফিকুল আজম খান চঞ্চল এমপি বলেন,সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’। তবে এবারের ঈদ পালন করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে। মহামারি করোনা সংক্রমণরোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে না যাই, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।সকলেই মাস্ক পড়ে ঈদের নামাজ আদায় করবো।আর সকলে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো যেন মহামারি করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করেন।
তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
এমপি শফিকুল আজম খান চঞ্চল ঝিনাইদহ -৩ আসনের সকল জনগণসহ দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ,উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান,যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খাঁনসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।