সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৭নং কাজীরবেড় ইউপির জিন্নাহনগর বাজারে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি মুক্তমঞ্চের শুভ উদ্বোধন ও সম্মাননা প্রদান করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বিকালে উপজেলার কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক বি এম সেলিম রেজার সভাপতিত্বে উক্ত মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঝিনাইদহের জেলা প্রশাসক সরজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস ছাত্তার।
এসময় বীর মুক্তিযোদ্ধাসহ অগনিত সুধীজন উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধা সহ সুধী জনদের মাঝে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।