মহানবমী পূজা অনুষ্ঠিত, বিষাদের সুরে দেবীর বিদায়

125
মহানবমী পূজা অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটাঃ ‘‘ নবমী নিশি যেন আর না পোহায়,তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়। রাত পোহালেই জানি আবার হবে দশমীর ভোর, আবার তোকে পাব মোরা একটি বছর পর’’। পূজা অর্চনা, নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা নবমী শেষে আজ শুক্রবার বিজয়া দশমীতে মহামায়া দেবী দূর্গার বিসর্জন হবে। সব মন্ডপেই থাকবে বিষাদের সুর।

সকাল থেকেই ভক্ত অনুরাগীদের মাঝে থাকবে দেবীকে বিদায় জানানোর নানা আয়োজন, থাকবে আনুষ্ঠানিকতা। মা দেবী দূর্গা আজই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামী গৃহে চলে যাবেন দূর্গতিনাশিনী মহামায়া দেবী দূর্গা। আর পিছনে ফেলে যাবেন ভক্তকুলের আনন্দ উল্লাস ভক্তি শ্রদ্ধা আর বেদনাশ্রুত। বৃহঃবার চন্দ্রের নবমী তিথিতে সারাদেশের ন্যায় তালা উপজেলার ১৮৫ টি পূজা মন্ডপে মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। শাস্ত্র মতে শাপলা শালুক এবং বলিদানের মধ্যদিয়ে দেবীর পূজা হয়েছে।

এছাড়া নানা আচারের মধ্যদিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি অঞ্জলী নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। এসময় মন্দিরগুলো ভক্তদের আনাগোনায় থাকে পরিপূর্ণ। ফুল, ফল, ধান-দুর্বা সহ নানা উপকরণে দুর্গা দেবীর চরণে অঞ্জলি দিয়ে ভক্তরা প্রার্থনা করেন মানুষের কল্যাণের জন্য, সংহতির জন্য।

এদিন সকাল থেকে ভক্তকূল মন্দির গুলোতে দেবী দর্পণ ও তার কৃপা লাভের আশায় ভীড় করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। সন্ধ্যায় মন্ডপে মন্ডপে আরতি,নাচ,গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে দূর্গোৎসবের পরিপূর্ণতা আসে। তাই বিজয়া দশমীর দিনেও বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। দূর্গতিনাশিনী দেবী দূর্গা কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবার সময় সঙ্গে নিয়ে যাবেন ভক্তকুলের শ্রদ্ধা,ভালবাসা ও বেদনাশ্রুত। দশমী দিনে দেবীর চরণে সিধুর মাখিয়ে সেই সিদুর মুখে ও সিথিতে মেখে সকলেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন।

সনাতন ধর্মালম্বীদের আনন্দ উল্লাস আর বিজয়ার অশ্রু পিছনে ফেলে দুর্গতিনাশিনী মা দেবী দুর্গা ভক্তদের চোখের জলে স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন দোলনায় চড়ে। ভক্ত কুলের জন্য রেখে যাবেন শান্তি কল্যাণ ও আর্শিবাদ। সেই সাথে শেষ হবে দূর্গোৎসব। এবছর আবহমান বাংলার ষড়ঋতুর পরিক্রমায় শরৎ শেষে দুয়ারে এসেছে হেমন্ত। নতুন ঋতুর আগমনে রুপ বদলেছে প্রকৃতি।

অনুভুত হচ্ছে শীতের আমেজ। সেই সাথে আকাশ থেকে খন্ড খন্ড মেঘ সরে গিয়ে উদম হয়েছে বিশাল নীল আকাশ। আজ শুক্রবার ৪ঠা কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ। বার বেলানুরোধে দিবা ঘ ৮/৩১ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বিজয়া দশমী বিহিত পূজা সমপান্তে বিসর্জন। বিকালে শোভাযাত্রা সহকারে দেবী প্রতিমার বিসর্জন দেয়া হবে।