নাজমুল শাহাদাৎ(জাকির): মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে আনন্দ মিছিল করেছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে এ আনন্দ মিছিলের বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি – কাজী সাদিকুজ্জামান (দীপ), সাংগঠনিক সম্পাদক নাইম সরোয়ার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় স্যাটেলাইট উৎক্ষেপণে সফলতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।’