মনিরামপুর থেকে ফিরে আজিজুর রহমান : মনিরামপুরে এক গৃহবধুকে মারপিট করে তার ২ শিশু কন্যাকে জোর পূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের মোফাজ্জেল গাজীর মেয়ে তাছলিমা বেগম(৩০)কে সাংবাদিকদের জানান ২০০৬ সালে মে মাসে একই উপজেলার পারখাজরো গ্রামের মালিবক্স গাজীর ছেলে শহিদুল ইসলাম গাজী (৩৫)-এর সাথে বিবাহ সম্পুর্ণ হয়।
বিয়ের পর থেকে তাছলিমার পাষন্ড স্বামী যৌতুকের দাবি এনে অমানুষিক নির্যাতন করত । তাছলিমা আরও বলেন আমার স্বামী ২০১৭ সালের জানুয়ারী মাসে আমাকে চাকরী দেওয়ার কথা বলে ঢাকা তে নিয়ে যান। সেখানে আমাকে কোন চাকুরী না দিয়ে আমার উপরে চালাতো শারিরিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে আমার সন্তানকে নিয়ে পিতার বাড়িতে চলে আসি। তারপরেও থেমে থাকেনি পাষন্ড স্বামীর নির্যাতন। সর্বশেষ গত ১৫ আগষ্ট আমাকে মারপিট করে আমার শিশু কন্যা রহিমা খাতুন(৪)ফতেমা খাতুন(৫)কে জোরপুর্বক আমার কোল থেকে তাদেরকে কেড়ে নেয়। আমার শিশু সন্তানদের ফেরত পাইতে পারি সে জন্য উদ্ধর্তন কতৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছি।এব্যাপারে মুঠো ফোনে বক্তব্য নেওয়ার জন্য শহিদুলের কাছে বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।